সঠিক উত্তর হচ্ছে: ১৯৮৮ সালে
ব্যাখ্যা: বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়। তারপর থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মোট ৫৪ টি মিশনে অংশ নিয়েছে। বর্তমানে জাতিসংঘের চালু ১৩ টি মিশনের মধ্যে ১০টিতে বাংলাদেশি সেনারা দায়িত্বরত রয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১৬৩,১৮১ জন সেনা শান্তিরক্ষা মিশনে কাজ করেছে। বর্তমানে কর্মরত ৬৪১৩ জন। সংখ্যা হিসেবে বাংলাদেশে অবস্থান বর্তমানে দ্বিতীয়। শীর্ষে ইথিওপিয়া (৬৬৩৯ জন)। ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে United Nations Truce Supervision Organisations মোতায়েনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।(সূত্রঃ ইউএন পিসকিপিং সংস্থা ওয়েবসাইট এবং বিডিনিউজ২৪ ডটকম)