সঠিক উত্তর হচ্ছে: শেয়ার
ব্যাখ্যা: শেয়ার হলো একটি ডকুমেন্ট যা কোম্পানির আংশিক মালিকানা উপস্থাপন করে। প্রকৃতপক্ষে শেয়ারহোল্ডাররাই কোম্পানির প্রকৃত মালিক। একটি কোম্পানি সাধারণ (ইক্যুইটি) শেয়ার বা অগ্রাধিকার (প্রেফারেন্স) শেয়ার বিক্রয় করে ইক্যুইটি মুলধন সংগ্রহ করতে পারে। কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র অথচ সমান প্রত্যেকটি একককে শেয়ার নামে অভিহিত করা হয়।