menu search
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | প্রশ্ন এবং উত্তর প্রদান করে আমাদের সাইট থেকে আয় করতে পারবেন | তাই দেরি না করে এখনই একাউন্ট করেন |
more_vert

নিচের অপশন গুলা দেখুন

  • জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
  • জাতিসংঘের কয়লা চুক্তি
  • কোনটিই নয়
  • জাতিসংঘের পরমাণু চুক্তি
thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

1 উত্তর

more_vert
 
verified
সর্বোত্তম উত্তর
সঠিক উত্তর হচ্ছে: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

ব্যাখ্যা: পরিবেশ ও পরিবেশের ভারসাম্য____________________________________\r\n\r\n? বিজ্ঞানে পরিবেশ বলতে প্রাকৃতিক পরিবেশকে বুঝানো হয়ে থাকে। পরিবেশকে ‘অনিয়ন্ত্রণযোগ্য’ (Uncontrollable) এবং ‘নিয়ন্ত্রণযোগ্য’ (Controllable) এ দু’ভাগে ভাগ করা যায়। অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশ হল স্বাভাবিক (Natural) এ এবং নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ হল কৃত্রিম (Artificial) পরিবেশ। \r\n? জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। \r\n? ২০০৯ সালে পপরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা সৃষ্টির জন্য সমুদ্রের নিচে মিটিং করেছে মালদ্বীপ। (৩৫তম বিসিএস)\r\n? পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হিমালয়ের পর্বতমালায় মন্ত্রিপরিষদের মিটিং করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল নেপাল।\r\n? IUCN-International Union for Conservation of Nature প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর, ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের গ্র্যান্ডে। (২৪তম বিসিএস-বাতিল) \r\n? WWF –World Wide Fund for Nature প্রতিষ্ঠিতহয় ২৯ এপ্রিল, ১৯৬১ সালে সুইজারল্যান্ডের গ্র্যান্ডে (Rue Mauverney)। \r\n? ‘গ্রিন পিস’ (Green Peace) হল নেদারল্যান্ডস ভিত্তিক একটি পরিবেশবাদী গ্রুপ। ১৯৭১ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। (২৬তম ও ৩৭তম বিসিএস)\r\n? রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৭১ সালে এবং এটি কার্যকর হয় ১৯৭৫ সালে। \r\n? সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। \r\n? ১৯৭২ সালে পরিবেশগত বিভিন্ন কর্মসূচী গ্রহণের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় UNEP বা United Nations Environment Programme. সদর দপ্তর কেনিয়ার নাইরোবি। \r\n? বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বাড়াতে ১৯৭৪ সাল থেকে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী গ্রুপ World Watch. \r\n? ১৯৭৭ সালে পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা Green Belt Movement প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ওয়াঙ্গেরি মাথাই ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। \r\n? জাতিসংঘের উদ্যোগে ১৯৮২ সালে প্রনীত হয় আন্তর্জাতিক সমুদ্র আইন UNCLOS বা United Nations Convention on the Law Of the sea. \r\n? ১৯৮৫ সালের ২২ মার্চ– অস্ট্রিয়ায় ওজোনস্তর সুরক্ষা ও সংরক্ষণে ঐতিহাসিক ভিয়েনা কনভেনশন গৃহীত হয়। \r\n? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়- ৫ই জুন। (২৬তম) বিশ্ব প্রাণী দিবস- ৪ অক্টোবর। (৩৫তম বিসিএস)\r\n? মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়- ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে। মন্ট্রিল প্রটোকল হলো— বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারিক স্তরে অবস্থিত ওজন স্তরকে রক্ষাবিষয়ক প্রটোকল। \r\n? ১৯৮৮ সালে পরিবেশ গবেষণা এবং উন্নয়নের লক্ষ্যে WMO এবং UNEP-এএর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়— IPCC বা Inter-governmental Panel on Climate Change (৩৭তম বিসিএস). ২০০৭ সালে টেকসই পরিবেশ উন্নয়নে অনবদ্য ভূমিকার জন্য সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। \r\n? ২২ মার্চ, ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের বাসেল কনভেশন গৃহীত হয় যার লক্ষ্য বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ। বাংলাদেশ বাসেল কনভেনশন সমর্থন করে– ১৯৯৩ সালে। \r\n? ১৯৯১ সাল থেকে পরিবেশ সচেতনতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে Green Watch নামক একটি জার্মানির পরিবেশবাদী সংগঠন। এছাড়াও একই সময় থেকে পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে Global Environment Facility (GEF)। \r\n? বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি হয় ১৯৯২ সালে। পরিবেশ সংরক্ষণ আইন গৃহীত হয়— ১৯৯৫ সালে (সর্বশেষ সংশোধন— ২০১০)। পরিবেশ বিধিমালা গ্রহণ করা হয়— ১৯৯৭ সালে। \r\n? ধরিত্রী সম্মেলন : ৩-১৪ জুন, ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়ন নিয়ে ব্রাজিলের রিওডিজেনেরিও তে বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন হয় (৩৭তম বিসিএস)। এখানে ১৮৫ টি দেশের সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন। এখানকার গুরত্বপূর্ণ দিকগুলো ছিল Agenda-21, Rio-declaration on Environment and Development (পরবিশে উন্নয়নে রওি ঘােষণা), বনাঞ্চল নীতমিালা, Convention on Climate Change (জলবায়ু পরর্বিতন সম্মলেন), Convention on Biological Diversity (জীববৈচিত্র্য সম্মেলন)। \r\n? এজেন্ডা-২১ : এজেন্ডা-২১ হচ্ছে ১৯৯২ সালে রিও-ডি-জেনিরোতে হয়ে যাওয়া বিশ্ব ধরিত্রী সম্মেলনে গৃহিত একটি পরিবেশ ও উন্নয়ন বিষয়ক কার্য পরিকল্পনা। ১৯৯২ সালের ১৩ জুন এটি জাতিসংঘ থেকে প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং ১৮০ দেশ এর পক্ষে ভোট প্রদান করে। ‘এজেন্ডা-২১’ এর ‘২১’ দিয়ে ২১ শতককে বুঝানো হয়েছে। অর্থাৎ ২১ শতকের বিশ্বের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নের একটা রুপ রেখা হিসেবে বিবেচিত এই ‘এজেন্ডা-২১’। মূল কৌশলপত্রে ৪ ভাগে পরিকল্পনা করা হয়েছে। ১ম ভাগ- সামাজিক ও অর্থনৈতিক পরিসর, ২য় ভাগ- উন্নয়নের সম্পদের রক্ষনাবেক্ষণ, ৩য় ভাগ- প্রাতিষ্ঠানিক ভূমিকা শক্তিশালীকরণ এবং ৪র্থ ভাগ-পরিকল্পনা বাস্তবায়নের উপায় সমূহ। \r\n? ৫ জুন, ১৯৯২– ব্রাজিলে জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালে কার্যকর হয়। বাংলাদেশ– ১৯৯২ সালে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে এবং ১৯৯৪ সালে অনুমোদন করে। \r\n? বেলা (BELA) বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (Bangladesh Environmental Lawyers Association) প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। প্রতিষ্ঠানটি ২০০৩ খ্রিষ্টাব্দে UNEP ঘোষতি গ্লোবাল ৫০০ রোল অফ অনার (Global 500 Roll of Honour)পুরস্কারে ভূষিত হয়।\r\n? ১৯৯২ সালে একবিংশ শতাব্দীর পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক দলিল প্রণয়ন করা হয় যা Agenda-21 নামে পরিচিত। \r\n? জাতিসংঘের উদ্যোগে ১৯৯২ সালে স্বাক্ষরিত হয় UNFCCC বা United Nations Framework Convention on Climate Change. এটি কার্যকর হয় ১৯৯৪ সালে। বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৯২ সালে এবং অনুমোদন করে ১৯৯৪ সালে। \r\n? পরিবেশ বিষয়ক সংস্থা Green Cross International (প্রতিষ্ঠাতা : মিখাইল গর্বাচেভ) প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। \r\n? বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালে প্রণীত হয়। (পরিবেশ সংরক্ষণ, পরিবেশের মান উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনকল্পে প্রণীত আইন)। \r\n? জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর বিশ্ব জলবায়ু অনুষ্ঠিত হয় যা সংক্ষেপে COP বা Conference Of the Parties নামে পরিচিত। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে COP এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। \r\n?১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সম্মেলন– ধরিত্রী সম্মেলন +৫ ৷\r\n? কিয়োটো প্রোটোকল : ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো নগরীতে COP এএর তৃতীয় বৈঠকে Kyoto Protocol স্বাক্ষরিত হয় এবং বলা হয় উন্নত দেশগুলো ১৯৯০ সালকে ভিত্তি বছর ধরে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হারে কমাবে। COP-18 সম্মেলনে Kyoto Protocol এর মেয়াদ ২০১২ থেকে বাড়িয়ে ২০২০ সালে উন্নীত করা হয়। \r\n? বাংলাদেশ পরিবেশ আদালত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত। \r\n? বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা : BAPA) প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।\r\n? ২০০০ সালে বিশ্ব পরিবেশ বিষয়ক হেগ সম্মেলন অনুষ্ঠিত হয়- নেদারল্যান্ডের হেগ শহরে। \r\n? কানাডার মন্ট্রিলে কার্টাগেনা প্রটোকল (জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি) স্বাক্ষরিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে (২৫তম বিসিএস)। এটি কার্যকর হয় ২০০৩ সালে।বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে। \r\n? বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন- (World Summit on Sustainable Development) অনুষ্ঠিত হয়— ২০০২ সালে ।\r\n? ২০০৭ সালে বালি সম্মেলন অনুষ্ঠিত হয়- ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালি দ্বীপে। \r\n? ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এ COP-15 সম্মেলন হয়,যেখানে ভৃ-পৃষ্ঠের তাপমাত্রা 20 সেলসিয়াস এর মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়। COP-15 সম্মেলনে উন্নত দেশগুলো একটি গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করে। ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তায় প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদান করা হবে ২০২০ সাল হতে। (৩৬তম বিসিএস) \r\n? ২০১০ সালে মেক্সিকোর কানকুন শহরে COP-16 সম্মেলনে Green Climate Fund গঠিত হয়। \r\n? নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় ২০১০ সালে। এটি কার্যকর হয় ২০১৪ সালে। \r\n? ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতেCOP-18 সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে Kyoto Protocol এর মেয়াদ ২০১২ থেকে বাড়িয়ে ২০২০ সালে উন্নীত করা হয়।\r\n? ২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও + ২০, যার মূল নাম– ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাসটেইনেবল ডেভলপমেন্ট’।\r\n? ১২ নভেম্বর, ২০১৪ সালে USA Ges China-Gi মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধ চুক্তি হয়। এই চুক্তিতে USA ২০২৫ সালের মধ্যে তারা ২০০৫ সালের তুলনায় ২০-২৮% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার কথা বলে। অপরদিকে চীন কোনরূপ লক্ষ্য ঠিক না করে ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার কথা বলে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে China (দ্বিতীয়- USA)| \r\n? COP-21 সম্মেলন হয় ২০১৫ সালে প্যারিসে এবং এ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তা স্বাক্ষর হয়নি বরং তা স্বাক্ষরিত হয় ২২ এপ্রিল ২০১৬ সালে নিউইয়র্ক সিটিতে। প্যারিস জলবায়ু তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে রাখার সময় সীমা নির্ধারণ করা হয়– ২১০০ সাল পর্যন্ত। \r\n? ২০১৮ সালে COP-24 সম্মেলন হয় পোল্যান্ডে এবং এবং ২০১৯ সালে COP-25 সম্মলেন হবে চিলির সান্টিয়াগোতে।\r\n? ই-৮ হলো- পরিবেশ দুষণকারী ৮টি দেশ। শিল্পোন্নত দেশসমূহ পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি দায়ী। \r\n বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ— ০.০৩ শতাংশ। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২৫% এর বেশি হলে কোন প্রাণী বাঁচতে পারে না।\r\n___________________________________________________\r\nপরিবেশ বিষয়ক আন্তর্জাতিক বর্ষ- \r\n? ২০১২-সকলের জন্য টেকসই জ্বালানি বর্ষ\r\n? ২০১৪-আন্তর্জাতিক পারিবারিক খামার বর্ষ\r\n___________________________________________________ \r\nপরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দশক\r\n? ২০০৬-২০১৬- সমস্যা সঙ্কুল অঞ্চলে টেকসই উন্নয়ন ও পুনর্গঠন দশক \r\n? ২০১০-২০২০- খরা ও মরুকরণের বিরুদ্ধে আন্দোলনের দশক\r\n? ২০১১-২০২০- জীব বৈচিত্র্য দশক\r\n___________________________________________________\r\n? বাংলাদেশে পরিবেশ আদালত— ৩টি | \r\n? কার্টাগোনা প্রটোকল হচ্ছে— জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

392,491 টি প্রশ্ন

384,180 টি উত্তর

136 টি মন্তব্য

1,283 জন সদস্য

668 অ্যাক্টিভ ইউজার
0 সদস্য 668 অতিথি
আজ ভিজিট : 119930
গতকাল ভিজিট : 199571
সর্বমোট ভিজিট : 76999111
এখানে প্রকাশিত প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোনপ্রকার আইনি সমস্যা সবজানো.কম বহন করবে না৷
...