সঠিক উত্তর হচ্ছে: ক্রিয়া-বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা: রকেট অতি দ্রুত চলে–বাক্যটিতে \'অতি\' ক্রিয়া-বিশেষণীয় বিশেষণ৷
যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।
যথা-
(ক) নাম বিশেষণের বিশেষণ: সামান্য একটু দুধ দাও।
(খ) ক্রিয়া-বিশেষণের বিশেষণ: রকেট অতি দ্রুত চলে৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।