সঠিক উত্তর হচ্ছে: প্রোটন
ব্যাখ্যা: হাইড্রোজেন পরমাণুর সবচেয়ে সাধারণ সমস্থানিকের নিউক্লিয়াসে (রাসায়নিক প্রতীক ১H) একটিমাত্র প্রোটন আছে। ভারী হাইড্রোজেন সমস্থানিকের নিউক্লিয়াস ডিউটেরিয়াম (D বা ২H) এবং ট্রিটিয়াম (T বা 3H) এর মধ্যে একটি প্রোটন থাকে এবং যথাক্রমে একটি ও দুটি নিউট্রন থাকে।