সঠিক উত্তর হচ্ছে: অলুক সমাস
ব্যাখ্যা: অলুক সমাস :- যে সমাসের সমস্ত-পদে পূর্বপদের বিভক্তিচিহ্ন লুপ্ত হয়ে যাই না, তাকে অলুক সমাস বলে। বা অনুসর্গের লোপ হয় না বলেই অলুক । বিভিন্ন প্রকারের অলুক সমাস । অলুক দ্বন্দ্ব :- যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি বা অনুসর্গ লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে।\nযেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]