সঠিক উত্তর হচ্ছে: স্পৃষ্ট বর্ণ
ব্যাখ্যা: যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে স্পৃষ্ট বর্ণ বলে :ক- বর্গ ,ট – বর্গ এবং প – বর্গের প্রথম , দ্বিতীয় ,তৃতীয় ও চতুর্থ বর্ণ গুলি উচ্চারণ করবার সময় মুখগহ্বরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এই বর্ণ গুলিকে বলে স্পৃষ্ট বর্ণ ।