ব্যাখ্যা: তেরো শতকের শুরুতে তুর্কী বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর - পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন।\n\nইতিহাসে তিনি বখতিয়ার খলজি নামে পরিচিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।