সঠিক উত্তর হচ্ছে: মত অর্থে
ব্যাখ্যা: বাংলা ভাষায় যে অব্যয় শব্দ গুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্য ব্যবহৃত হয় বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলো কে অনুসর্গ বলে। যেমন - তরে, মতো, মাঝে, পরে, অবধি, সনে, কাছে ইত্যাদি। বেকুবের মত কাজ করো না। এ বাক্যে \'মতো\' অনুসর্গটি \'ন্যায়\' অর্থে ব্যবহৃত হয়েছে।