সঠিক উত্তর হচ্ছে: সব গুলোই
ব্যাখ্যা: উল্লেখিত সবগুলো অপশন সবগুলোই পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে- \nপর্বত শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ হল- গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, মৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, বসুধাধর। \n\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]