সঠিক উত্তর হচ্ছে: ৫
ব্যাখ্যা: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মোট রাজ্যের সংখ্যা হলো ৫ টি। রাজ্য ৫ টি হলো- পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়। এছাড়া বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২ টি। ৩০ টি হলো ভারতের সাথে। আর ৩ টি জেলা মিয়ানমারের সাথে। রাঙামাটি জেলা মিয়ানমার আর ভারত উভয়ের সাথেও সীমান্তবর্তী।[ তথ্যসূত্রঃমাধ্যমিক ভূগলো বই]