নিচের অপশন গুলা দেখুন
- রোগাক্রান্ত হয়ে মহামারীর কবলে পড়ে
- যাযাবর হান জাতির আক্রমনে
- আর্যজাতির আক্রমনে
- মোঙ্গলদের আক্রমনে
তাম্রযুগে ভারতীয় উপমহাদেশে দুটি পৃথক নগরভিত্তিক সভ্যতা গড়ে উঠে। এই দুটি নগরভিত্তিক সভ্যতার নাম হচ্ছে - হরপ্পা (Harappa) ও মহেঞ্জোদারো (Mohenjo-Daro) সভ্যতা। সিন্ধু নদকে (Indus River) কেন্দ্র করে গড়ে উঠেছিলো এই দুটি সভ্যতাকে একত্রে “সিন্ধু সভ্যতা” (Indus civilization) বা “Indus Valley Civilization” বলা হয়। এই সভ্যতাটি প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতার প্রায় সমসাময়িক। সিন্ধু সভ্যতা গড়ে তুলে - “দ্রাবিড় জাতি” এবং তারা এই অঞ্চলটিতে ‘পরিকল্পিত নগরী’ গড়ে তোলার মাধ্যমে প্রথম নগরভিত্তিক সভ্যতা নির্মান করে।
➣ সিন্ধু সভ্যতার পতন - আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ বা ১৪০০ অব্দে মধ্য এশিয়া ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে আগত ‘আর্য জাতি’র আক্রমণে সিন্ধু সভ্যতার পতন হয়। অনেক গবেষকের মতে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও সিন্ধু সভ্যতার অনেক নগরী ধ্বংস হয়ে থাকতে পারে।
উৎসঃ HelloBCS Content (upcoming)