কম্পিউটারের মেমোরিকে প্রধানত ২ শ্রেণিতে ভাগ করা হয় যথা : ১. প্রাথমিক মেমোরী ২। সহায়ক মেমোরি । প্রধান মেমোরী হলো : RAM, ROM, EPROM, RAM Cache ইত্যাদি। এদের মধ্যে RAM হলো অস্থাায়ী মেমোরী। ROM হলো স্থায়ী মেমোরী।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।