সঠিক উত্তর হচ্ছে: রজনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক এবং বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি \'বাংলার স্কট\' ও \'সাহিত্য সম্রাট\' নামে পরিচিত। \'রজনী\' তার মনস্তত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]