নিচের অপশন গুলা দেখুন
- লোহা
- হীরা
- ইউরেনিয়াম
- তেল
সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে দেশের প্রথম লোহা খনি আবিষ্কার করে ভূতাত্ত্বিক জরিপ অদিদপ্তর বা জিএসবি।
১৮ জুন ২০১৯ এ খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে উন্নত মানের ম্যাগনেটাইট রয়েছে বলে জিএসবি জানায়।
উল্লেখ্য, বাংলাদেশে হীরা, সোনা বা তামার খনি নেই।
১৯৮৬ সালে দেশে প্রথম সিলেটের হরিপুরে তেল আবিষ্কৃত হয়।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৮ জুন ২০১৯ এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।