সঠিক উত্তর হচ্ছে: হীরক
ব্যাখ্যা: একটি হীরকখণ্ড প্রকৃতপক্ষে একটি অতি বৃহৎ অণু এবং বহু সংখ্যক কার্বন পরমাণু দ্বারা গঠিত । একটি হীরকখণ্ডকে টুকরো করতে হলে কার্বন পরমাণু গুলোর মধ্যে বিদ্যমান অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় । একারণে হীরক অত্যন্ত শক্ত এবং প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ।