ব্যাখ্যা: ভূত্বকের নীচ থেকে কেন্দ্র মন্ডলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তর ভাগের অংশ কে গুরু মন্ডল বলে। ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 থেকে 40 কিমি। গুরুমণ্ডল ভূত্বকের নিম্ন সীমা থেকে প্রায় 2900 কিমি গভীর।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।