সঠিক উত্তর হচ্ছে: সাধন সঙ্গীত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। মূলত পাল রাজাদের আমলে এর বিকাশ ঘটেছিল। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। চর্যাপদ ছিলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ১৯০৭ সালে নেপালের রাজ দরবার হতে হরপ্রসাদ শাস্ত্রী \'চর্যাচর্যবিনিশ্চয়\' নামক পুঁথিটি আবিষ্কার করেন।