সঠিক উত্তর হচ্ছে: ৫
ব্যাখ্যা: উৎস বিবেচনায় শব্দ ৫ প্রকার। যথা- তৎসম, তদ্ভব, অর্ধ-তৎসম, দেশি, বিদেশি।\nগঠন বিবেচনায় শব্দ ২ প্রকার। যথাঃ মৌলিক, সাধিত।\nপদ বিবেচনায় ৮ প্রকার। যথাঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। \n[Note: ৯-১০ এর পুরাতন বোর্ড বই তে ছিলো ৫ প্রকার কিন্তু এখন বাংলা ব্যাকরণের নতুন বইয়ে ৪ প্রকার]\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতিঃ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ), ৫১ পৃষ্ঠা ]