সঠিক উত্তর হচ্ছে: জয়চন্দ্র চন্দ্রাবতী
ব্যাখ্যা: ‘মৈমনসিংহ গীতিকা’ অভিহিত করা হয় ময়মনসিংহ অঞ্চলের পালাগানগুলো হল মহুয়া, মলুয়া, জয়চন্দ্র, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীল, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। ‘জয়চন্দ্র চন্দ্রাবতী’ পালাটি নয়ানচাঁদ ঘোষের রচিত।