সঠিক উত্তর হচ্ছে: ৮ শতাংশ
ব্যাখ্যা: অ্যালুমিনিয়াম বোরন শ্রেণীর একটি রাসায়নিক মৌল। এর প্রতীক Al ও পারমাণবিক সংখ্যা ১৩। অ্যালুমিনিয়াম রূপার মত সাদা রঙের ধাতু এবং স্বাভাবিক তাপমাত্রায় পানিতে অদ্রবনীয়।অ্যালুমিনিয়াম প্রকৃতিতে বিপুল পরিমাণে পাওয়া যায়। বস্ততঃ সহজলভ্যতার দিক দিয়ে ভূ-ত্বকে প্রাপ্ত মৌলিক পদার্থের মধ্যে অক্সিজেন এবং সিলিকনের পরেই অ্যালুমিনিয়ামের অবস্থান এবং ধাতব পদার্থের মধ্যে প্রথম। ভূ-ত্বকের মোট ওজনের ৮% অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। অ্যালুমিনিয়াম অত্যন্ত বিক্রিয়াশীল ধাতু। তাই প্রাকৃতিকভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম সহজে পাওয়া যায় না। তবে পৃথিবীতে ২৭০টিরও বেশি অ্যালুমিনিয়াম আকরিক পাওয়া যায় অ্যালুমিনিয়ামের সবচেয়ে সহজলভ্য আকরিক হলো বক্সাইট।