সঠিক উত্তর হচ্ছে: সভ্যতার সংকট
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্য রচনা সভ্যতার সংকট। এ ক্ষুদ্র কিন্তু অসামান্য প্রবন্ধ ইউরোপীয় সভ্যতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি গভীর আস্থা প্রকাশিত। \'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ\' উক্তিটি তিনি এ গ্রন্থে উল্লেখ করেছেন। উৎস: Hello BCS লেকচার।