সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর\nকণিকা\n১৯৪৮ (পৃ. ৩৪)\nকেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,\n‘ভাই ব’লে ডাক যদি দেব গল টিপে।’\nহেনকালে গগনেতে উঠিলেন চাঁদা;\nকেরোসিন বলি উঠে, ‘এস মোর দাদা।’\n\nকেরোসিন শিখা ও মাটির প্রদীপ উভয়ের দামে তারতম্য থাকলেও কাজ ও গুন প্রায় এক।\nউভয়ই কাজের সাধ্যে অনুযায়ী আলো দান করে থাকে।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]