সঠিক উত্তর হচ্ছে: মিশ্ + উক
ব্যাখ্যা: যে বর্ন/বর্ণসমষ্টি ক্রিয়া বা ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ যুক্ত করে তাকে কৃৎপ্রত্যয় বলে। উল্লিখিত অপশনে \'মিশ্\' একমাত্র ধাতু যার সাথে \'উক\' প্রত্যয় যুক্ত হয়েছে। ঢাকা, চোর, সোনা এসব নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যুক্ত প্রত্যয়কে তদ্ধিত প্রত্যয় বলে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]