সঠিক উত্তর হচ্ছে: নিকেল
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সাহায্য নিয়ে কম দামি ধাতু যেমনঃ লোহা বা সংকর ধাতুর (যেমন - পিতল) উপর অপেক্ষাকৃত দামি ধাতু (যেমন - সোনা, রুপা, ক্রোমিয়াম, নিকেল) এর প্রলেপ দেওয়া কে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলে। \n
\nশিল্পক্ষেত্রে এবং আলংকারিক শিল্পে, বস্তুর পৃষ্ঠতলের গুণাবলী উন্নত করতে, তড়িৎ প্রলেপন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর মধ্যে আছে ক্ষয় এবং জারণ থেকে রক্ষা। এছাড়া মসৃণতা, প্রতিফলন ক্ষমতা, বৈদ্যুতিক পরিবাহিতা এবং দর্শনীয়তার বৃদ্ধির জন্য তড়িৎ প্রলেপন ব্যবহার করা হয়।