ব্যাখ্যা: অতিভূজ = ১৮ মিটার \nএকটি কোন = ৩০° \nএখন, লম্ব বের করতে হবে \nআমরা জানি, \nসমকোনী ত্রিভূজের ভূমির সাথের কোন Sin (ø) = লম্ব / অতিভূজ \nতাহলে, লম্ব = Sin (ø) ÷ অতিভূজ \n= Sin (৩০) ÷ ১৮ মিটার \n= ০.৫ ÷ ১৮ মিটার \n= ৯ মিটার।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।