সঠিক উত্তর হচ্ছে: আহমদ শাহ আবদালী
ব্যাখ্যা: ১৭৬১ সালের ১৪ জানুয়ারি মারাঠা বাহিনী এবং আহমদ শাহ আবদালী নেতৃত্বোধীন আফগান যৌথ বাহিনীর মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়৷ এতে আমহদ শাহ আবদালীর বাহিনী জয় লাভ করেন। পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত যা দিল্লি থেকে ৬০ মাইল উত্তরে অবস্থিত। (সূত্রঃ হরিয়ানা রাজ্যের সরকারি ওয়েবসাইট)