ব্যাখ্যা: হীরকের পরমাণুগুলো আবদ্ধ হয়ে অনেক বড় ও জটিল প্রকৃতির ক্রিস্টাল গঠন করে। তাই একটি পরমাণু অন্যটি থেকে দূরে যেতে পারে না অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয় না। এ কারণেই হীরার ক্রিস্টাল এত বেশি শক্তিশালী হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।