হজ্জের ওয়াজিব ৭টি। যথা ঃ ১. মীকাত হতে ইহরাম বাঁধা। ২. আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। ৩. মুজদালিফার প্রান্তরে রাত যাপন করা। ৪. আইয়্যামে তাশরীকের রাতগুলো মিনায় কাটানো। ৫. মাথা মুন্ডানো বা পূর্ণমাথার সমস্ত চুলের আগা কেটে ফেলা। ৬. তিন জামরায় পাথর নিক্ষেপ করা। ৭. বিদায়ী তাওয়াফ করা।