চারিমেঘ : এখানে চারিমেঘ বলতে মূলত মেঘের যে চারটি রূপ সম্বর্ত ,আবর্ত, পুষ্কর ও দ্রোন এই চারটি মেঘকে বোঝানো হয়েছে ।
অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গ : ভারতীয় পুরাণ থেকে জানা যায়- উত্তর , উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব , দক্ষিণ, পশ্চিম, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম সমগ্র পৃথিবীর এই আটটি দিকের রক্ষা করতে হলো আটটি গজ বা হাতি । এদেরকে একসঙ্গে অষ্টগজরাজ বলা হয় ।
এই 8 জন গজরাজ হলেন – ঐরাবত, পুন্ডরিক, বামন, কুমুদ , অঞ্জন , পুস্পদন্ত , সার্বভৌম এবং
সুপ্রতীক ।