নবীন পলিগঠিত নিম্নভূমিকে বলা হয় খাদার । এইপ্রকার মৃত্তিকা খুবই উর্বর । উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এইপ্রকার মৃত্তিকা দেখা যায় । প্রাচীন পলিমৃত্তিকা দিয়ে গঠিত উচ্চভূমিকে বলা হয় ভাঙ্গর । এই মৃত্তিকা কৃষিকার্যের জন্য ততটা সহায়ক নয় ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।