লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপপতিত একগুচ্ছ আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (উত্তল লেন্সে) অথবা যে বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।