এই দশার বিক্রিয়াটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে থাকে। এক্ষেত্রে বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড পত্ররন্দ্রের মাধ্যমে পাতার ভেতরে প্রবেশ করে এবং মেসোফিল কলার ভেতর উৎসেচকের উপস্থিতিতে রাইবিউলোজ বিস্-ফসফেটের (RuBP) সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) তৈরি করে।