পৃথিবীর মধ্য অক্ষাংশ অঞ্চলে অথবা অন্য কোনো স্থানে যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন চারদিক থেকে উচ্চচাপ অঞ্চলের ভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতাযুক্ত বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। ফলে উষ্ণ বায়ু হালকা হওয়ায় শীতল বায়ুর ওপর দিয়ে উপরে উঠে যায় এবং ঘনীভুত হয়ে বৃষ্টিপাত সৃষ্টি হয়। একে ঘূর্ণবাত বৃষ্টিপাত বলে।