খ্রীষ্টীয় পঞ্চম শতাব্দীতে দূর প্রাচ্যের বর্তমান কাম্বােডিয়ায় কম্বােজ রাজ যে বিশাল মন্দির তৈরি করেন তারই নাম আঙ্কোরভাটের মন্দির । এটি বিষুর উপাসনার জন্য তৈরি । এর উচ্চতা ২১৩ ফিট, প্রায় আধমাইলের বেশি দীর্ঘ । এই রাজ্যটি হিন্দু ঔপনিবেশিক রাজ্য ছিল । মালয়ে প্রতিষ্ঠিত শৈলেন্দ্র বংশের রাজা যবদ্বীপে বােরােবুদুরের মন্দির প্রতিষ্ঠা করেন চতুর্থ খ্রীষ্টাব্দে । মন্দিরের আয়তন ৪০০ বর্গফুট ।