মানুষ দীর্ঘকাল যাবৎ শক্তির উৎস হিসাবে কয়লা, কাঠ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে আসছে । বিজ্ঞানীদের আশঙ্কা এই সব শক্তির উৎসের ভাণ্ডার প্রায় শেষ হওয়ার মুখে । তাদের আশঙ্কা আগামী পঞ্চাশ বছরের মধ্যেই তেল ও কয়লার ভাণ্ডার নিঃশেষ হয়ে যাবে, বনজ সম্পদ গাছও তাই । এই কারণেই খোঁজার চেষ্টা চলছে শক্তির নতুন নতুন উৎস । এই নতুন উৎস হিসাবে সবচেয়ে উল্লেখযােগ্য হল সৌর শক্তি । এ ছাড়া আছে বায়ু শক্তি, জল শক্তি, জৈব শক্তি ইত্যাদি । এগুলিই হল অচিরাচরিত শক্তির উদাহরণ ।